Agaminews
Dr. Neem Hakim

চেম্বার ও এসোসিয়েশনে আস্থার প্রতীক হিসেবে সবচেয়ে এগিয়ে সাকিফ শামীম


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন /
চেম্বার ও এসোসিয়েশনে আস্থার প্রতীক হিসেবে সবচেয়ে এগিয়ে সাকিফ শামীম

বিজনেস ফাইল ডেস্ক
হেনরী ডেভিড বলেছেন, ন্যায়ের অনুগত হওয়াটা জীবনের বিভিন্ন ক্ষেত্রে এক বিরাট শক্তি হিসেবে কাজ করে। তার সাথে দূরদর্শিতা, দক্ষতা, পরিকল্পনাগুলো শানিত হলে তো আর কথাই নেই।
বয়স ৪৫ পেরুনোর আগেই যার হাতে এসেছে যাদুর ছোঁয়া। বাস্তব-কল্পনা-আর স্বপ্নকে একাকার করে এক সম্মিহনি-ভালোবাসার শক্তি দিয়ে যিনি ব্যবসায়ীদের কাছের করে নিতে পেরেছেন তিনি আর কেউ নন ব্যবসায়ী নেতা সাকিফ শামীম। বাংলাদেশে জন্মে এদেশের আকাশ-বাতাস যেমন তিনি উপভোগ করেন তেমনি এদেশের সম্পদকে কাজে লাগিয়ে বহিঃবিশ্বের সাথে দেশের সম্পর্কটা আরো কিভাবে মজবুত হবে-ব্যবসা করতে কোথায় আমাদের সীমাবদ্ধতা-কোথায় রয়েছে এর সমাধান এগুলো নিয়ে প্রতিনিয়ত তার ভাবনা এবং তার প্রকাশভঙ্গি আমাদের ব্যবসায়ীদের হৃদয় স্পর্শ করেছে। অন্যান্য ১০ জন সাধারণ মানুষের মত হলেও তার চিন্তা-শক্তি-ভাবনায় রয়েছে সাফল্যের নির্যাস। অগণিত ব্যবসায়ীদের মনের প্রত্যাশা তার কণ্ঠে, তার চেতনায় ফুটে উঠছে বার বার। এখন রাজধানী কিংবা দেশের জেলা-উপজেলা শহরের প্রত্যন্ত অঞ্চলেও তার সাফল্য গাথার কথা শোনা যাচ্ছে। যাদের সাথে তার দেখা হয়েছে তারাই বলছেন ওকে দিয়ে হবে। আগামীর এফবিসিসিআই নির্বাচনে প্রার্থী হলে তার প্রতি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবো। স্বাস্থ্য সেক্টরে লিডিং প্রতিষ্ঠান ল্যাব এইড-এর ডিএমডি হিসেবে দায়িত্ব পালনকারী এই তরুণ ব্যবসায়ী নেতার কাছে প্রশ্ন ছিল?
বিজনেস ফাইল: আসন্ন এফবিসিসিআই নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করবেন?
সাকিফ শামীম: এফবিসিসিআই দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। ছোট বেলা থেকেই বাবার মুখে নাম শুনেছি। এখন তো প্রায় প্রতিদিনই বিভিন্ন সেক্টরের অ্যাসোসিয়েশন বা চেম্বার প্রতিনিধির সাথে মতবিনিময় করছি। অনেকের মুখে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক শুনতে পাই। অনেকেই তাদের স্বপ্নের এফবিসিসিআইকে আরো উজ্জ্বল এবং স্পষ্ট দেখতে চায়। নিজেদের এসোসিয়েশন ও চেম্বারকে তারা আরো এগিয়ে নিতে চান। তাদের স্বপ্নের যে জায়গাটা অপূর্ণ রয়েছে সেই জায়গাটা পূর্ণ করতে চান তারা। বিগত দিনে এফবিসিসিআইতে অনেক শ্রদ্ধাভাজন সিনিয়র ব্যবসায়ীরা দায়িত্ব পালন করেছেন আমি তাদের প্রত্যেককে সম্মান জানাচ্ছি। পাশাপাশি এও বলতে চাই-প্রবীণদের পাশাপাশি আমাদের মত তরুণরা যাদের অফুরন্ত প্রাণশক্তি আছে-দেশ-বিদেশের নানা অভিজ্ঞতা ও প্রযুক্তি সম্বন্ধে ধারণা আছে, তাদের কাজে লাগার সুযোগ পেলে অবশ্যই ভালো করবেন। আর আমি ব্যক্তিগতভাবে বলতে পারি সুযোগ পেলে সর্বোচ্চ মেধা এখানে বিনিয়োগ করতে পারবো।
আমি দোষারোপের রাজনীতি করি না। সরাসরি রাজনীতি আমাকে স্পর্ষ করে না। দেশের মানুষের কল্যাণে বিশেষ করে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যেতে চাই।