ঢাকা   ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কিডনি রোগীদের বিদেশমুখিতা কমাতে রেনাল অ্যাসোসিয়েশনের ১১ প্রস্তাব চাঁদাবাজি ও তদবির বাণিজ্যর অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ নেতা আটক কটিয়াদীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জাহানারা উচ্চ বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন ফেনীর ফুলগাজীতে শিশু ধর্ষণের চেষ্টা, চা দোকানদার গ্রেপ্তার বাজিতপুরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশে কিডনি রোগীর প্রায় ৩ কোটি ৮০ লাখ, স্বাস্থ্যসম্মত জীবনযাপনে কিডনি রোগ এড়ানো সম্ভব ফেনীতে মোবাইল কোর্টের অভিযানে ১৫ মামলা, জরিমানা ৫১ হাজার ৫০০ টাকা ডাকাতির প্রস্তুতিকালে ফেনী ফাজিলপুর হাইওয়ে পুলিশের হাতে আটক ৫ বিজনেস ফাইলের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফার চাচা আর নেই

চাঁদাবাজি ও তদবির বাণিজ্যর অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ নেতা আটক

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, মার্চ ১২, ২০২৫
  • 29 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
চাঁদাবাজি ও তদবির বাণিজ্যর অভিযোগে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (সিবিএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাকির হোসেনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যার পর রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাকে আটক করে মতিঝিল থানায় হস্থান্তর করে।

জানা যায়, দেশে রাজনীতির পটপরিবর্তনের পর রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকে গেল জানুয়ারি মাসে সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (সিবিএ) কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ৩০ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি মো. জাকির হোসেন ও মাহবুব হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এর পর থেকেই তিনি রাজনৈতিক সূত্র ধরে আধিপত্য চালিয়ে করে যান তদবির বাণিজ্য ও চাঁদাবাজি। এমন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতারে মতিঝিল এলাকায় বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। এর পর তাকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

আটকের বিষয়টি স্বীকার করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, যৌথ বাহিনী তাকে আটক করে মতিঝিল থানায় হস্থান্তর করেছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের পর্যালোচনা করে মামলা দায়ের করা হবে।

বিগত আওয়ামীলীগ সরকারের আমলেও সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের সিবিএ নেতা মো. হাসান খসরুর বিরুদ্ধে নামে-বেনামে প্রায় শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছিল। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অভিযান চালায়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০