গফরগাঁও প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রানি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর চত্বরে অনুষ্ঠিত এ মেলার প্রতিপাদ্য ছিল ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ ।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ প্রদর্শনী মেলার উদ্বোধনী সভায় সভাপত্বিত করে সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, আক্তারুজ্জামান ঢালী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, গফরগাঁও উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম। প্রদর্শনী মেলায় উপজেলার খামারীরা উন্নতজাতের গাভী, ছাগল, বেড়া, ঘোড়া, পাখিসহ বিভিন্ন প্রজাতির ৪৫টি ষ্টল প্রদর্শনী হয়েছে। মেলায় ১৯ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।