ঢাকা   ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষি সেক্টর ফ্যাসিস্টের দোসরমুক্ত করে উন্নয়ন অব্যাহত রাখার দাবিতে সংবাদ সম্মেলন কুমারখালী উপজেলা সমিতির ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএন হাউস উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব রাজশাহীতে পূত্র বধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার হাসপাতালের কৃত্তিম বুদ্ধিমত্তার প্রভাব; চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বিপ্লব দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫) কিডনি রোগীদের বিদেশমুখিতা কমাতে রেনাল অ্যাসোসিয়েশনের ১১ প্রস্তাব চাঁদাবাজি ও তদবির বাণিজ্যর অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ নেতা আটক কটিয়াদীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জাহানারা উচ্চ বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন

কৃষি সেক্টর ফ্যাসিস্টের দোসরমুক্ত করে উন্নয়ন অব্যাহত রাখার দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শনিবার, মার্চ ১৫, ২০২৫
  • 30 শেয়ার

স্টাফ রিপোর্টার
বাংলাদেশের অর্থনীতির মূল অবকাঠামো কৃষির উপর নির্ভরশীল। বিশাল জনগোষ্ঠীর এই দেশে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কৃষির গুরুত্ব অপরিসীম। দেশের মোট শ্রমশক্তির ৪০% এর বেশি মানুষ কৃষি খাতে নিয়োজিত। অথচ প্রতিবছর ০.৭৩% হারে কৃষিজমি কমে যাচ্ছে। বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশনের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ১৫ মার্চ ২০২৫ আজ শনিবার সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন বিসিএস (কৃষি) এসোসিয়েশনের সদস্য সচিব মো. রেজাউল ইসলাম (মুকুল)। মঞ্চে আরও উপস্থিত ছিলেন, ড. শাফায়েত আহমেদ সিদ্দিকী, মো. বাশেরউল্লা আলম, কৃষিবিদ আরিফ মাহমুদ, কাজী শফিকুল ইসলাম প্রমুখ।
তারা বলেন, সীমিত কৃষি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে অধিক ফলন বৃদ্ধির জন্য আধুনিক ও টেকসই প্রযুক্তির প্রয়োগ, প্রতিকূল পরিবেশ সহিষ্ণু নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো, তথ্যপ্রযুক্তির মাধ্যমে কৃষির আধুনিকায়ন, শস্য নিবিড়তা বৃদ্ধি এবং বহুমুখীকরণ এর মাধ্যমে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থান পরবর্তী সময়েও দেশের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষপদ মহাপরিচালক সহ অনেক পদে এখনো বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা বহাল তবিয়তে রয়েছে।
আর আরো বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্ব দিন অর্থাৎ ৪ আগস্ট ২০২৪ তারিখ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মো: ছাইফুল আলম, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ খামার বাড়ির অধিকাংশ কর্মকর্তা কর্মচারী সরকারি চাকুরী বিধি লঙ্ঘন করে রাজ্জাক-নাসিম-ওয়াহিদা গংদের দিয়ে ” শেখ হাসিনাতেই আস্থা ” জানিয়ে খামার বাড়ি চত্বরে রাজনৈতিক মিছিলে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। অক্টোবর ২০২৪-এ মহাপরিচালকের মত শীর্ষ পদে বসেও জনাব মো: ছাইফুল আলম মন্ত্রণালয়ের অনৈতিক সমর্থন ও ব্যক্তি স্বার্থে উদ্ভিদ সংরক্ষণ উইং এর পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদটিও দখল করে রেখেছেন। জনাব মোঃ ছাইফুল আলমের মহাপরিচালক এর পদের চেয়েও উদ্ভিদ সংরক্ষণ উইং এর পরিচালকের পদটিকে অধিক গুরুত্ব দেয়ায় এবং তার অদক্ষতার সুযোগে কৃষি মন্ত্রণালয় নিয়ম বহির্ভূতভাবে অধিদপ্তরের প্রস্তাব ছাড়াই খেয়াল খুশিমতো কর্মকর্তাদের বদলি করে চলেছেন। এসব বদলির মাধ্যমে তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের মতো কৃষিবিদদের মধ্যে বিভাজন তৈরি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে দুর্বল করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন বলে তারা জানান।
কাজেই এরূপ বাস্তবতায় খাদ্য নিরাপত্তার মত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কার্যক্রম গতিশীল করার স্বার্থে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ সহযোগী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ছাইফুল আলমসহ অন্যান্য ফ্যাসিস্ট সরকারের সকল সহযোগীদের অবিলম্বে অপসারণের জোরালো দাবী জানান তারা।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০