রাশিদা খাতুন, খুলনা ব্যুরো
প্রতিবছরের ন্যায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে-অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্য বিষয় নিয়ে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির আয়োজনে রবিবার (৯ মার্চ) দুপুর ২ টায় আইনজীবী সমিতির সন্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির অতিরিক্ত পি পি সিনিয়র সদস্য এডভোকেট আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাঃ হারুনুর রশিদ।
নব নিবর্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুন নাহারের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত, আইনজীবীদের শুভেচ্ছা সম্ভাষণ, আট বছরের শিশু ধর্ষণে নারী দিবসে শিশুটির সুস্থতা কামনায় এক মিনিট নীরবতা পালন শেষে অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেন।
বিশেষ অতিথি সরকারি কৌশলী মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কুষ্টিয়া আইনজীবি সমিতি শেখ মোহাঃ আবু সাঈদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম শাতিল মাহমুদ, পাবলিক প্রসিকিউটর খন্দকার সিরাজুল ইসলাম আরো অনেক বিজ্ঞ আইনজীবীবৃন্দ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বক্তব্য তুলে ধরেন।
আইনজীবী সাজেদা খাতুন সোনালী রূপরেখা পাঠ করেন।
নারী দিবসে প্রধান অতিথি সমাজের অবক্ষয়গুলো তুলে ধরেন এ পর্যায়ে তিনি বলেন আমাদের নৈতিক শিক্ষার অভাব, আমাদের ধর্মীয় শিক্ষার অভাব, মানসিকতা ও পারিবারিক শিক্ষা থেকে শিশুরা সভ্যতা পাইনা।
বিশেষ অতিথি পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম বলেন – সমাজে নারীরা বৈষম্যের শিকার হবে কেন, হওয়ার কোন সুযোগ নেই ইসলামে তো নেইই।
কুষ্টিয়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ বলেন এখানে নারীদের জন্য আলাদা একটা আদালত আছে, পরলে দেখা যাবে সেখানে নারীদের স্পেশাল অধিকার দেয়া হয়েছে। তিনি নারীদের আলাদা ভাবে দেখার বিরুদ্ধে মত প্রকাশ করেছেন। সাধারণ সম্পাদক শাতিল মাহমুদ বলেন-পুরুষের সমান বেতন নারীদের দেয়া হয় না, যেখানে বিদেশে নিয়ম আছে,। আমাদের দেশের সাক্ষীর ক্ষেত্রে নারী পুরুষের কোন ভেদাভেদ নেই।
মুখ্য আলোচক কো অর্ডিনেটর ব্লাস্ট শংকর কুমারের মজুমদার কিছু তথ্য তুলে ধরেন।
তিনি বলেন ১৯৭৭ সালে নারী দিবসের উৎপত্তি। অ্যাডভোকেট রুপালি খাতুন তার ক্ষোভ প্রকাশ করেন তার মতে নারীদেরকে কোন পজিশনে আসতে দিয়ে কেন রাজনীতি করতে হবে যার যার যোগ্যতা অনুযায়ী এদের মূল্যায়ন করা হয় না।
নারীর অগ্রগায়ন ও নারীর ভূমিকা সম্বন্ধে আলোচনার মাধ্যমে বিজ্ঞ সিনিয়র আইনজীবী আয়েশা সিদ্দিকা আলোচনা সভার সমাপ্তি টানেন।
নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় কুষ্টিয়া আইনজীবী সমিতির সিনিয়র এবং জুনিয়ার নারী আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।