ঢাকা   ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রুহুল কবির রিজভী আহমেদ-এর সাথে ভালুকা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ নবীনগরে নারী ও শিশু নির্যাতন, যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত বাজিতপুরে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কটিয়াদীতে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জামায়াতের ছাগল বিতরণ কটিয়াদীতে আচমিতা ইউনিয়ন বিএনপির বর্তমান ও সাবেক সভাপতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই: ফখরুল ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি গাজার ধ্বংসস্তূপে অবিস্ফোরিত বোমা সরাতে লাগবে এক দশক সরকারের ঘোষিত সময়েই নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার

কটিয়াদীতে আচমিতা ইউনিয়ন বিএনপির বর্তমান ও সাবেক সভাপতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
  • 22 শেয়ার

কটিয়াদি প্রতিনিধি জহিরুল হক উজ্জ্বল
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আব্দুল হান্নান ও তার সহযোগীদের বিরুদ্ধে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে চাঁদার দাবীর অভিযোগে উঠে । এ ঘটনায় আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হাসান কামালকে উপজেলার পং মসুয়া বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে কতিপয় লোকজন। আহত মাহমুদুল হাসান কামাল তার উপর হামলা ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে শনিবার কিশোরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন ।
ঐ সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগের প্রতিবাদে আজ রোববার সকালে উপজেলার আচমিতা বাজারে আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান ও তার সহযোগীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ।


আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হাসান কামাল সংবাদ সম্মেলনে বলেন, আমার বসতবাড়ির পার্শ্বে নিজস্ব জমিতে পুকুর খনন করে বিভিন্ন প্রজাতীর মাছ চাষ করে ফিসারী ব্যবসা করিয়া আসিতেছি। হান্নান ও তার সহযোগীরা আমার নিকট বিভিন্ন সময়ে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। আমি অভিযুক্তদের চাঁদার টাকা না দেওয়ায় বিভিন্ন সময়ে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে। আমি নিরীহ প্রকৃতির বিধায় তাদের কার্যকলাপের প্রতিবাদ করতে সাহস পাইনা। গত ১৪ জানুয়ারী’ ২৫ তারিখ সকালে প্রয়োজনীয় কাজে আমি পং মসুয়া বাজারে গেলে আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান মিয়া, মো. তাজুল ইসলাম, ছিদ্দিক মিয়া মোবারক হোসেন, সোলেমান ও কামরুজ্জামান রুবেল আমাকে ঘেরাও করিয়া এলোপাথারী মারপিট ও খুন করার উদ্দেশ্যে দা দিয়ে কুপিয়ে আহত করে ।
আচমিতা ইউনিয়ন বিএনপির সভপতি আব্দুল হান্নান জানান, আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল মেম্বার শনিবার বিকালে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে আমাকে সহ ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেল ও বিভিন্ন নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অপপ্রচার এবং মিথ্যা অভিযোগ করেন । মাহমুদুল হাছান কামাল শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার, ভূমিদস্যু,মাটি খেকো হিসেবে এলাকার সবাই তাকে জানে।সে সরকারের আইন অমান্য করে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার কারণে বেশ কয়েকবার কটিয়াদী উপজেলা প্রশাসন জরিমানা ও তার বেকু ও ট্রাক জব্দ করেছে। সে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। তার এ মিথ্যা বক্তব্যের কারণে আমাদের মান ক্ষুণ্ণ হয়েছে। এমতাবস্থায় তারা সরকারের কাছে সুষ্ঠু বিচার চেয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০