Agaminews
Dr. Neem Hakim

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি আদায়ে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন /
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি আদায়ে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ

মোঃ বজলুর রহমান: মানিকগঞ্জ প্রতিনিধি  

সারা দেশের মতো মানিকগঞ্জেও এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্লোগান মিছিল করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

শিক্ষক-কর্মচারীরা সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে তারা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।

বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি জানিয়ে আসছি। শিক্ষকরা জাতির মেরুদণ্ড, অথচ এখন আমরা অর্থনৈতিকভাবে চরম কষ্টে আছি। সরকারকে অতি দ্রুত শিক্ষকদের প্রাণের দাবি, সম্মানের দাবি মেনে নিতে হবে।”

শিক্ষকগণের দাবি
২০% বাড়ি ভাতা বৃদ্ধি,
প্রতি মাসে ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান
কর্মচারীদের জন্য উৎসব ভাতা ৭৫% নির্ধারণ

বিক্ষোভ সমাবেশে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।