মো. ফারুক
কিশোরগঞ্জের বাজিতপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিবাদ্যকে সামনে এ মেলার আয়োজন করে উপজেলা প্রানি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলা প্রাণি সম্পদ দপ্তর চত্বরে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাছির উদ্দীন মোল্লা।
প্রদর্শনী মেলায় উপজেলার খামারীরা উন্নতজাতের গাভী, ছাগল, বেড়া, ঘোড়া, পাখিসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি প্রদর্শন করেন। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে খামারীদের পুরস্কার দেওয়া হয়।
এদিকে প্রতিবারের মতো এবারও বাজিতপুর উপজেলার প্রাণী সম্পদ মেলায় শিল্পোদ্যোক্তা আমিরুল হোসেন সুজন গরু প্রদর্শনীতে প্রথম পুরস্কার লাভ করেন। তার প্রদর্শিত গরুটির ওজন প্রায় ৮০০ কেজি। উল্লেখ্য, আমিরুল হোসেন সুজন ২০২২ সালেও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় অংশ নিয়ে শ্রেষ্ঠ খামারির পুরস্কার লাভ করেন।