ঢাকা   ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

এবার জুতা ব্যবসায় নামলেন ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
  • 172 শেয়ার

বিজনেস ফাইল ডেস্ক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার জুতার ব্যবসা শুরু করেছেন। শনিবার তিনি ফিলাডেলফিয়ার ‘স্নিকার কন’এ (বিশ্বের বৃহত্তম স্নিকার বিক্রির ভবন) ‘ট্রাম্প স্নিকার্স’ ব্র্যান্ডের উন্মোচন করেন। খবর সিএনএনের।

নিজের এক নতুন ওয়েবসাইটের প্রদর্শনিতে একজোড়া সোনালি রঙয়ের স্নিকারের ছবি দিয়েছেন ট্রাম্প। যার ট্যাগলাইন দিয়েছেন “দ্য নেভার সারেন্ডার হাই-টপ স্নিকার”৷ জুতার বিজ্ঞাপনে ওই ওয়েবসাইটে বলা হয়, কমপক্ষে ১০ জোড়া জুতায় ট্রাম্পের অটোগ্রাফ থাকবে।

শনিবার রাতে প্রথম লটে ১ হাজার জোড়া জুতা বিক্রির জন্য ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই সব জুতা ‘সোল্ড আউট’ বা বিক্রি হয়ে যায়। প্রতি জোড়া জুতার দাম ধরা হয়েছে ৩৯৯ মার্কিন ডলার বা প্রায় ৪৫ হাজার টাকা।

ট্রাম্প জানিয়েছেন, তিনি গত ১২-১৩ বছর ধরে এই ব্যাবসার পরিকল্পনা ছিল তার মাথায়। এই ব্যাবসাতে ব্যাপক সাফল্যের ব্যাপারে তিনি বেশ আশাবাদী বলেও জানিয়েছেন।

ওয়েবসাইটে ট্রাম্প আরও দুই জোড়া জুতাও তালিকাভুক্ত করেছেন। সেগুলোর নাম দিয়েছেন ‘টি’ এবং ‘৪৫’। এগুলোর মূল্য প্রতিজোড়া ১৯৯ মার্কিন ডলার বা প্রায় ২২ হাজার টাকা।

ওয়েবসাইট অনুসারে, ট্রাম্প বা তার কোনো সংগঠন এই জুতা উৎপাদন, ডিজাইন বা বাজারজাতকরণের সাথে সরাসরি জড়িত নন। একটি চুক্তির ভিত্তিতে তারা ট্রাম্পের নাম ও ছবি ব্যবহার করছে।

এর একদিন আগে ডোনাল্ড ট্রাম্পকে প্রায় সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানা করেছেন দেশটির একজন বিচারক, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার ৯০০ কোটি টাকা। তবে সুদসহ এই অংক দাঁড়াতে পারে ৪৫ কোটি ডলার। সম্পত্তির মূল্য সম্পর্কে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যকে এই জরিমানা দিতে হবে ট্রাম্পকে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০