
অবরুদ্ধ ছিটমহলের সরকারি গণমাধ্যম কার্যালয় বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল সামরিক অভিযান শুরু করার পর থেকে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৩২ জনে দাঁড়িয়েছে।
এতে বলা হয়, সাংবাদিক অ্যাডাম আবু হারবিদ হত্যাকাণ্ডের পর গাজা উপত্যকায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা ২৩২ জনে দাঁড়িয়েছে।
আবু হারবিদ ফটো সাংবাদিক হিসেবে একাধিক গণমাধ্যমে কাজ করেছেন।
মিডিয়া অফিস গাজায় সাংবাদিকদের উপর ইজরায়েলের পদ্ধতিগত লক্ষ্যবস্তুর তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন, আরব সাংবাদিক ইউনিয়ন এবং বিশ্বব্যাপী মিডিয়া সংস্থাগুলিকে এই হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা ইসরায়েলি দখলদারিত্ব, মার্কিন প্রশাসন এবং যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের মতো গণহত্যায় জড়িত দেশগুলোকে এসব জঘন্য ও নৃশংস অপরাধের জন্য পুরোপুরি দায়ী বলে মনে করি।
গাজা সিটির আল-ইয়ারমুক বাজারের কাছে একটি তাঁবুতে ইসরায়েলি হেলিকপ্টার হামলায় আবু হারবিদ তিন আত্মীয়সহ নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্রগুলো আনাদোলুকে জানিয়েছে। হামলায় তার স্ত্রী ও সন্তানরাও আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ৫৯ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেনা অভিযানে ছিটমহলটি ধ্বংস হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং মারাত্মক খাদ্য ঘাটতি দেখা দিয়েছে।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ছিটমহলের বিরুদ্ধে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।
আপনার মতামত লিখুন :