Agaminews
Dr. Neem Hakim

ই-ক্লাব ফ্যামিলি নাইট-২০২৫: উদ্যোক্তা, বিনোদন ও পারিবারিক বন্ধনের মহোৎসব ১৪ নভেম্বর


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ১০:০০ অপরাহ্ন /
ই-ক্লাব ফ্যামিলি নাইট-২০২৫: উদ্যোক্তা, বিনোদন ও পারিবারিক বন্ধনের মহোৎসব ১৪ নভেম্বর

পলাশ দাস, স্টাফ রিপোর্টার
ই-ক্লাব ফ্যামিলি নাইট-২০২৫ উপলক্ষে উদ্যোক্তা, বিনোদন ও পারিবারিক বন্ধনের মহোৎসব আয়োজনকে সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের প্রেসিডেন্ট কামরুল হাসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের পরিচালক এস. এম. মাহমুদ শারাফাত। বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি ফাহমিদা আহমেদ, শারমিন সাত্তার অবনী, আরিফুর রহমান প্রমুখ।
তারা বলেন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নিবন্ধিত উদ্যোক্তা প্ল্যাটফর্ম Entrepreneurs Club of Bangladesh (E-Club) তাদের সকল সদস্য, উদ্যোক্তা ও পরিবারকে নিয়ে এক অনন্য মিলনমেলা ও আনন্দ-উৎসবের আয়োজন করতে যাচ্ছে আগামী ১৪ নভেম্বর ২০২৫, রাজধানীর গুলশান সেলিব্রিটি হলে।
এটি শুধু একটি অনুষ্ঠান নয় এটি উদ্যোক্তা সমাজের এক উজ্জ্বল উদযাপন, যেখানে থাকবে হাসি, আনন্দ, শিল্প, সঙ্গীত ও সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করার প্রতিশ্রুতি।
এই মহোৎসবে অংশ নিচ্ছেন দেশের ৫০০-এরও বেশি নিবন্ধিত সদস্য, স্বনামধন্য ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের খেলোয়াড়বৃন্দ। সংস্কৃতি সন্ধ্যার মূল আকর্ষণ থাকবে বাঁশির জাদু ও ফ্যাশন র‌্যাম্প শো যার কোরিওগ্রাফিতে থাকছেন জনপ্রিয় ফ্যাশন ডিরেক্টর বলুবলু টুম্পা ও তার টিম।
আর সঙ্গীত পরিবেশনায় থাকছেন দেশের অন্যতম প্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা, যিনি তার সুর ও গানে মাতিয়ে তুলবেন পুরো আসরকে। অতিথি ও সদস্যদের জন্য থাকছে ঐতিহ্যবাহী মেজবান ডিনারের বিশেষ আয়োজন, যা সন্ধ্যার আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।
এই আয়োজনের টাইটেল স্পনসর হিসেবে থাকছে SkyTech Solution Ges Powered by: Event City। এছাড়াও Platinum Sponsors হিসেবে Interior Studio, Nex Real Estate & iFix Fast সহযোগিতা করছে। তাদের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় “ই-ক্লাব ফ্যামিলি নাইট ২০২৫” হয়ে উঠবে আরও বর্ণিল, প্রাণবন্ত ও সফল এক উদ্যোক্তা উৎসব।
উল্লেখ্য, প্রায় ৭০০ নিবন্ধিত উদ্যোক্তার সমন্বয়ে গঠিত “ই-ক্লাব” ২০১৭ সাল থেকে উদ্যোক্তাদের “ভিন্নতা” “প্রসার”, “ইনভেস্টমেন্ট নেস্ট”, “বন্ধন” প্রজেক্টের মাধ্যমে কাজ করে যাচ্ছে ট্রেনিং, নেটওয়ার্কিং, ব্র্যান্ডিং, মেন্টরশিপ, বিনিয়োগ, বিজনেস কনসালটেশন, মার্কেট এক্সপোজার, রিসার্চ ও পলিসি অ্যাডভোকেসি, নারী উদ্যোক্তা উন্নয়ন, ইয়ুথ লিডারশিপ, কর্পোরেট কলাবোরেশন, কমিউনিটি ডেভেলপমেন্ট, সোশ্যাল ইম্প্যাক্ট, গেøাবাল কানেকশন ও ইন্টারন্যাশনাল পার্টনারশিপ-এই বহুমাত্রিক কার্যক্রমের মাধ্যমে।
যেখানে প্রতিটি স্বপ্নবাজ মানুষ নিজের জায়গা খুঁজে নিচ্ছে, আর প্রতিটি উদ্যোগ পরিণত হচ্ছে এক একটি পরিবর্তনের গল্পে।
তাদেরকে নিয়েই ই-ক্লাব ফ্যামিলি নাইট ২০২৫ এক নতুন অধ্যায়-যেখানে উদ্যোক্তারা একত্রিত হবেন সাফল্য, বন্ধুত্ব ও পরিবারের গল্পে।