বিজনেস ফাইল প্রতিবেদক
বরিশাল জেলা ও দায়রা জজ শেখ আবু তাহেরকেই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব নিয়োগ করা হয়েছে। এ ব্যাপারে আইন ও বিচার মন্ত্রনালয়ের উপ সচিব ( প্রশাসন -১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা বলা হয়েছে।
আইন ও বিচার মন্ত্রনালয়ের সূত্রমতে, পরবর্তীতে আগামী ১০ অক্টোবরের মধ্যে এই অতিরিক্ত সচিব শেখ আবু তাহেরকে আইন সচিবের দায়িত্ব দেয়া হবে। অর্থাৎ শেখ আবু তাহেরই হবেন নুতন আইন সচিব।
উল্লেখ্য, বিসিএস ( জুডিশিয়াল) ১৩ ব্যাচের শেখ আবু তাহের খুবই সৎ দক্ষ ও মেধাবী বিচারক হিসেবে তাঁর বেশ সুনাম ও খ্যাতি রয়েছে।