বিদ্যা রত্ন রায়, সিলেট ব্যুরো চিফ
হায় মৃত্যুতো এমনিতেই বেদনাদায়ক, অসময়ে চলে যাওয়া আরো কষ্টদায়ক। গতকাল ১১জুলাই রোজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় সিলেট মেডিকেল ল্যাব টেকনিশিয়ানের উপদেষ্টা, রিপন রায় সিলেটে তার রামের দীঘির পাড়স্থ নিজ বাসায় হার্টঅ্যাটাক করে পরপারে পাড়ি জমিয়েছেন। তিনি নগরীর সিটি ডায়াগনস্টিক সেন্টারে দক্ষ টেকনেশিয়ান পদে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে সিলেট মেডিকেল ল্যাব টেকনিশিয়ানে শোকের ছায়া নেমে আসে। অকস্মাৎ তার মৃত্যুর খবর শুনে সকলেই নির্বাক, হতবাক। তিনি ছিলেন একজন সুদক্ষ সংগঠক, অত্যন্ত বিনয়ী, মিষ্টভাষী ও পরোপকারী।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গিয়েছেন।