বিশ্বকাপ যেন দেশেই থাকে : হার্দিক পান্ডিয়া

Dainik Business File: নভেম্বর ১৯, ২০২৩

বিশ্বকাপ যেন দেশেই থাকে : হার্দিক পান্ডিয়া স্পোর্টস ডেস্ক ঘরের মাঠের বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা ছিলেন হার্দিক পান্ডিয়া। তবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের বিপক্ষে চোট পেয়ে টুর্নামেন্টই শেষ হয়ে যায় এই অলরাউন্ডারের। বাইশগজের লড়াইয়ে নামতে না পারলেও মানসিকভাবে দলের সঙ্গেই আছেন। ভারতের সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দেখা গেছে তাকে। আজ ফাইনালেও আহমেদাবাদে থাকতে পারেন তিনি। এদিকে, ম্যাচের আগে একটি ভিডিও বার্তা দিয়েছেন হার্দিক। দলের জার্সি গায়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ যেন দেশেই থাকে। এই দলের ওপর আমি খুব গর্বিত। এখনও পর্যন্ত আমরা যা খেলছি তা এতদিনের কঠিন পরিশ্রমের ফসল। বিশ্বকাপ জেতা থেকে মাত্র এক কদম দূরে আমরা। ছোটবেলা থেকে এই স্বপ্নই আমরা দেখেছি। দেশের (ভারতের) ১৪০ কোটি মানুষ এই স্বপ্ন দেখছেন। তারা সবাই আমাদের পাশে রয়েছেন।’ দলকে তিনি কতটা ভালবাসেন তা বোঝা গেছে হার্দিকের কথা থেকে। তিনি বলেন, ‘সব সময় দলের সঙ্গে আছি। আমার মন সব সময় তোমাদের পাশে রয়েছে। রোববার নিজেদের সেরাটা দাও। তাহলেই আমরা সফল হবো। এবার সময় হয়েছে কাপটা দেশে রাখার। জয় হিন্দ।’

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com