সারা দেশে ১৫ ঘণ্টায় ১১ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস

Dainik Business File: নভেম্বর ১৯, ২০২৩

সারা দেশে ১৫ ঘণ্টায় ১১ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস বিজনেস ফাইল ডেস্ক বিএনপি-জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে ১৫ ঘণ্টায় ১১টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আজ রোববার সকাল ৯টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আজ রোববার ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। শাহজাহান শিকদার বলেন, ‘ঢাকা সিটিতে পাঁচটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া ও জয়পুরহাট) তিনটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী ও কুমিল্লা) দুটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় ছয়টি বাস, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি সিএনজি, একটি পিকআপ ভ্যান, একটি ট্রেনের তিন বগি পুড়ে গেছে। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি ইউনিট ও ১০৭ জন কর্মী কাজ করেছেন।’

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com