মানবতার আলো জ্বালাতে আসছে এনএফএসের টাইটেল সং

Dainik Business File: নভেম্বর ১৫, ২০২০

মানবতার আলো জ্বালাতে আসছে এনএফএসের টাইটেল সং

'এসো মানবতার বিশ্ব গড়ি, বন্ধুত্বের হাতটি ধরি' মানবিক বিশ্ব গড়ার জন্য বন্ধুদের আহ্বান জানিয়ে টাইটেল সং নিয়ে আসছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির ( এনএফএস)।

গানটিতে মানবিক ও বন্ধুত্বে বিশ্ব গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। পাশাপাশি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরা হয়েছে টাইটেল সংটিতে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রামপুরাস্থ রংধনুর মিউজিক স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়।

গানটি লেখা, সুর ও কন্ঠ দিয়েছে সংগীতশিল্পী এসএসম সোহেল, সহশিল্পী হিসেবে ছিলেন, মিষ্টিকন্ঠী নূরী হাশমী। গানটির সংগীত পরিচালনায় ছিলেন জনপ্রিয় সংগীত পরিচালক আল-আমিন খান।

এসএম সোহেল বলেন, সম্প্রীতির ও মানবিক বাংলাদেশ নির্মাণে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি। তাদের সংগঠনের জন্য টাইটেল সংটি আশাকরি সবার ভালো লাগবে।

পরিচালক আল-আমিন খান বলেন, দেশ, জাতি ও বন্ধুত্বের আহ্বানে গানটি করা হয়েছে। আশাকরি গানটি মানবতার কল্যাণে বন্ধুদের উদ্বুদ্ধ করবে।

অতি শীগ্রই গানটি মিউজিক ভিডিও আকারেও সংগঠনের ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেইজে প্রকাশ করা হবে বলেও জানান সংগঠনের সভাপতি রাহাত হুসাইন।


সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com