প্রধানমন্ত্রীর সঙ্গে রীভা গাঙ্গুলির বিদায়ী সাক্ষাৎ
Dainik Business File: সেপ্টেম্বর ২৭, ২০২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে রবিবার বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে ঢাকা থেকে বিদায় নিচ্ছেন এ কূটনৈতিক। ঢাকার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, এই সময় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চিঠি হস্তান্তর করেন রীভা। মোদির পক্ষ থেকে ফুলের তোড়াও উপহার দেন। বৈঠকে ভারতের ‘প্রতিবেশী আগে’ এই নীতির আলোকে বাংলাদেশের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন রীভা। দুই দেশের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দ্বিপক্ষীয় সম্পর্কের যে অগ্রগতি হয়েছে তা তুলে ধরেন। তাদের আলোচনায় আরও ঠাঁই পায়, আগামী বছর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সুবর্ণ জয়ন্তী ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঞ্চাশতম বার্ষিকী উদ্যাপনের বিষয়টি। এ উপলক্ষে ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভারত সফরের দুর্লভ ফুটেজের সংগ্রহ উপহার দেন হাইকমিশনার। এ সময় বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ভূমিকা রাখার জন্য বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রীভার নতুন দায়িত্বের জন্য শুভ কামনাও জানান তিনি।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com