রাজশাহীতে পূত্র বধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

Dainik Business File: মার্চ ১৫, ২০২৫

রাজশাহীতে পূত্র বধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার শাহিন খান, রাজশাহী প্রতিনিধি রাজশাহী তানোর উপজেলায় পূত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১৪ই মার্চ শুক্রবার সন্ধ্যার দিকে গৃবধুর শ্বশুর হাবিবুর রহমানকে (৪০) গ্রেফতার করা হয়। সে তানোরের মোহাম্মদপুর গ্রামের সইমুদ্দিনের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ই মার্চ বাড়িতে কেউ না থাকার সুবাদে নিজ পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করে শ্বশুর হাবিবুর। পরে লোকলজ্জায় ঐ গৃহবধূ কাউকে কিছু না জানিয়ে তার বাপের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা দীঘিপাড়া গ্রামে চলে যায় সে। এদিকে স্ত্রীকে ফিরিয়ে আনতে স্বামী রবিউল নাচোলে যান শুক্রবার। এরপর স্ত্রী রবিউলকে সেদিনের ন্যাকারজনক ঘটনা খুলে বলেন। এর পর শুক্রবার বিকেলে রবিউল তার শ্বশুর বাড়ি থেকে একা ফিরে এসে বাবা হাবিবুর রহমানের সাথে বিবাদে জড়ান। ফলে এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে উত্তেজিত গ্রামবাসীর কাছে থেকে অভিযুক্ত হাবিবুর কে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে তার বাবা হাবিবুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন। বর্তমানে হাবিবুর রহমান তানোর থানা হেফাজতে রয়েছে। এবং তাকে আজ ১৫ ই মার্চ শনিবার সকালে রাজশাহী কোর্টে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি আফজাল হোসেন।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com