কটিয়াদীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
Dainik Business File: মার্চ ১২, ২০২৫
জহিরুল হক উজ্জ্বল, কটিয়াদি প্রতিনিধি
২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।
গতকাল সোমবার (৯ মার্চ) উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম।
উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দীলিপ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী পৌর জামায়াতে ইসলামীর আমীর আনিসুজ্জামান রুবেল মাষ্টার প্রমুখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতবৃন্দ, উপজেলার প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।