বিজনেস ফাইলের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফার চাচা আর নেই

Dainik Business File: মার্চ ১১, ২০২৫

বিজনেস ফাইলের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফার চাচা আর নেই ভালুকা প্রতিনিধি দৈনিক বিজনেস ফাইল-এর স্টাফর রিপোর্টার গোলাম মোস্তফচার চাচা ময়মনসিংহের ভালুকা উপজেলা ১১ নং রাজৈ ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড মধ্যে রাজৈ ফকির পাড়া গ্রাম নিবাসী মোহাম্মদ আজিজ ফকির ইন্তেকাল করেছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৭ টায় ইন্তেকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনমানিক ৮০ বছর তার জানাযা আজ সোমবার সকাল ১১ টায় ওনার নিজ বাড়ি পাশে অনুষ্ঠিত হবে।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com