ভালুকায় ব্র্যাকের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

Dainik Business File: মার্চ ১০, ২০২৫

ভালুকায় ব্র্যাকের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার উপজেলার ৫ নং বিরুনিয়া ইউনিয়ন পরিষদে ব্র্যাকের উদ্যোগে নিরাপদ আবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ইউপি সদস্য আনোয়ারা বেগমের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন ৫ নং বিরুনীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছামসুল হোসাইন, ময়মনসিংহ জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক এসফাকুর রহমান সিদ্দিকী, যুবদলের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মিল্লাত সরকার ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা কোঅর্ডিনেটর নাসিম উদ্দিন, উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার রফিকুল ইসলামসহ আরো অনেকে । এ সময় বক্তারা উক্ত প্রোগ্রামের আলোচ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, অনুষ্ঠানে ইউপি সদস্য, সচিব, প্রতিষ্ঠান শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ, সহ সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com