দাবি পূরণের আশ্বাসে বিসিএস চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

Dainik Business File: মার্চ ৮, ২০২৫

দাবি পূরণের আশ্বাসে বিসিএস চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত বিজনেস ফাইল প্রতিবেদক তিন মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে আগামী ৫ সপ্তাহের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না এলে আবার কর্মবিরতিতে যাবেন বলে জানিয়েছেন তারা। দুই দফা দাবিতে আজ শনিবার সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরুর কথা ছিল চিকিৎসকদের। তবে আগামী ১২ সপ্তাহের জন্য এ কর্মসূচি স্থগিত করেছেন তারা। সকাল সাড়ে ১০টার দিকে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারী চিকিৎসকরা। এর আগে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেলের বাগান গেটে মৌন মিছিলে সমবেত হন চিকিৎসকরা। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি আগামী ১২ সপ্তাহের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস চিকিৎসকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে তারা কর্মবিরতি স্থগিত করেন।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com