মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Dainik Business File: মার্চ ৪, ২০২৫

মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। রোববার (২ মার্চ) বিকেলে ভুক্তভোগী নজরুল ইসলাম লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি জানান, গত ২ মার্চ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘রায়পুরায় সহস্রাধিক ফলন্ত পেয়ারা ও কলাগাছ কেটে নিল প্রতিপক্ষ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সাজানো। প্রকৃত ঘটনা হচ্ছে পক্ষ বিপক্ষ আপন চাচাত ভাইবোন। আমার চাচা মৃত আঃ রাজ্জাক ও আমার বাবা মৃত হাফিজ উদ্দিন। পৈত্রিক জমিজমা ভাগ বন্টন নিয়ে চাচার জীবদ্দশায় বহু দেন দরবার হয়েছে এবং দলিল ভিত্তিক কিছু জমি বণ্টন হয়ে গেছে যা উভয়পক্ষ ভোগ করছে। বাদ বাকী জমি বণ্টনের জন্য আমাদের চাচা মৃত আঃ রাজ্জাকের ছেলেদের সম্মতি ক্রমে দরবার ডাকা হয়। গত বছরের এপ্রিল থেকে এবছরের জানুয়ারী পর্যন্ত মোট ১১টি সালিশ দরবার করা হয়। কোন দরবারেই তারা (রাজ্জাকের ছেলেরা) জমির কাগজপত্র যথাযথ ভাবে উপস্থাপন না করে শুধু অজুহাত ও গড়িমসি করে দরবার পিছাতে থাকে। এমতাবস্থায় গত ০৮/০২/২৫ তারিখ তারা জোর পূর্বক আমাদের জমির উপর বেশ কিছু মেহগনি গাছ কাটতে প্রস্তুতি নেয়। জিজ্ঞাস করা হয় তারা শত লোকনিয়ে গাছ কেটে ফেলবে বলে হুমকি দেয়। এমন অবস্থায় সেখানে যাতে আইন শৃংঙ্খলার অবগতি না হয় সেইজন্য আমরা থানায় অভিযোগ দায়ের করি। অভিযোগের ভিত্তিতে থানা তদন্তে আসে এবং অভিযোগের সত্যতা পায়। ফয়সালার উদ্দেশ্যে আমরা উভয় পক্ষ ২২/০২/২০২৫ ইং শনিবার সকালে জমির জায়গায় বসে উভয় পক্ষের দলিল পত্র বুঝে এমন কিছু অভিজ্ঞ লোকজন নিয়ে বিরোধ মিমাংসার জন্য দরবারের সিদ্বান্ত গ্রহন করি। সেই দরবারও তারা (রাজ্জাকের ছেলেরা) বন্ধ করে দেয়। পুনরায় সালিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে আমরা সালিশ মিমাংসার জন্য দরবারের তারিখ ২৮/০২/২৫ শুক্রবার উভয়পক্ষ নির্ধারন করি। তারিখ মত আমরা দরবারি গন্যমান্য ব্যক্তিদের নিয়ে যথসময়ে জমিতে উপস্থিত হই। তাদেরকে ডাকা হয়, তাদের বাড়ীর মহিলারা জানায় কেহই বাড়ীতে নাই। এভাবে ২০/৩০ জন দরবারি লোকজনের সাথে তামাসা করা ঠিক হয়নি বলে দরবারিগণ মন্তব্য করে কেউ কেউ চলে যান। আমরা কয়েকজন আমাদের জমির উপরে পরে থাকা শুকনো বাঁশ মৃত প্রায় গাছগুলো সরিয়ে ফেলি। এতেই তারা সাংবাদিকদের ডেকে মিথ্যা তথ্য দিয়ে আমাদের প্রতি বিভ্রান্ত তৈরি করে সংবাদ প্রকাশ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে যারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com