জি এম সুলতান আল আমিন টিটিসিকে বানিয়েছেন অপকর্মের আতুর ঘর

Dainik Business File: মার্চ ২, ২০২৫

জি এম সুলতান আল আমিন টিটিসিকে বানিয়েছেন অপকর্মের আতুর ঘর বিজনেস ফাইল প্রতিনিধি পীরগঞ্জ টিটিসি রংপুর যেন ওই প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল প্রশিক্ষক জিএম সুলতান আল আমিনের বিভিন্ন প্রকার অপকর্মের আতুর ঘর। রংপুর পীরগঞ্জ টিটিসিকে জি এম সুলতান আল আমিন অপকর্মের আতুর ঘর বানিয়েছেন। তিনি ওই প্রতিষ্ঠানের তিন মাস মেয়াদে শর্ট কোর্সে ছাত্রছাত্রীদের ভর্তি বাবদ তাদের কাছ থেকে গোপনে টাকা পয়সা নিয়ে বাণিজ্য করিতেছে অথচ ওই প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ভর্তি হতে কোন টাকা পয়সা লাগে না বরং প্রশিক্ষণ শেষে ওই ছাত্র-ছাত্রীরা যাতায়াত ভাড়া এবং বৃত্তি পেয়ে থাকে। এছাড়াও টিটিসিতে শর্ট কোর্সে স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত গেস্ট ট্রেইনারদের কাছে থেকে চাকুরী দেওয়ার শর্তে গোপনে মোটা অংকের অর্থ গ্রহণ করেছেন। টিটিসি পীরগঞ্জের বিভিন্ন পদের প্রশিক্ষক ও কর্মচারীদের লিখিত অভিযোগ এবং সরজমিনে তাদের সাথে কথাবার্তা বলে জানা যায় যে জিএম সুলতান আল আমিন সব সময় তাদের উপরে নিজেকে প্রতিষ্ঠান এর ভাইস প্রিন্সিপাল দাবি করে অমানবিক নির্যাতন চালায় আসিতেছে এবং কাছ থেকে তাদের মাসিক সম্মানী থেকে চাঁদা দাবি করিয়া আসিতেছে। জনাব জি এম সুলতান আল আমিনের এই সমস্ত অপকর্মের সাথে জড়িত থাকার বিভিন্ন প্রমাণাদি পাওয়া গেছে। তাই জি এম সুলতান আল আমিন এর দৃষ্টান্ত শাস্তি দাবি করছি।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com