পিকাসো টাইলস ডিলার কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

Dainik Business File: ফেব্রুয়ারি ২৫, ২০২৫

পিকাসো টাইলস ডিলার কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত বিজনেস ফাইল প্রতিবেদক গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) পিকাসো টাইলস কোম্পানির উদ্যোগে "পিকাসো ডিলার কনফারেন্স ২০২৫" ঢাকার গুলশানে অবস্থিত হোটেল রেনেসাঁ-তে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি পিকাসো ব্র্যান্ডের সম্মানিত ডিলারদের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের জন্য আয়োজন করা হয়। ব্যবসায়িক বিনিয়োগ ও পারফরম্যান্সের ভিত্তিতে সেরা ডিলারদের সম্মানিত করা হয়, তাদেরকে বিভিন্ন উপহার ও আন্তর্জাতিক ট্যুরের সুযোগ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকাসো টাইলস-এর সিইও রফিকুজ্জামান ভূঁইয়া। যিনি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে পিকাসো ব্র্যান্ডের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন। এছাড়াও পিকাসো টাইলস -এর হেড অফ সেলস, শহিদুল ইসলাম, ডিলার ও সেলস টিমকে স্বীকৃতি জানিয়ে তাদের নিরলস পরিশ্রম ও অবদানের প্রশংসা করেন। পিকাসো টাইলস ভবিষ্যতেও এই ধরনের সম্মেলনের মাধ্যমে তাদের ডিলার নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com