অমর একুশে বই মেলায় পাঠকের নজর কেড়েছে আবদুল মাজেদের ‘পঞ্চভূত’

Dainik Business File: ফেব্রুয়ারি ২৪, ২০২৫

অমর একুশে বই মেলায় পাঠকের নজর কেড়েছে আবদুল মাজেদের ‘পঞ্চভূত’ বিজনেস ফাইল প্রতিবেদক ২০২৫ সালে একুশের বই মেলায় আবদুল মাজেদ রচিত 'পঞ্চভূত' বইটি পছন্দের তালিকায় অন্যতম শীর্ষে রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। বইটি প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া রসায়ন বিভাগের ছাত্র আহসান হাবীব বলেন চোখের মাইনাস পাওয়ার ও দাড়ি কাটা-না- কাটার সমস্যা নামের লেখাটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। বইটির প্রকাশক অমর হাওলাদার বলেন আমার প্রতিষ্ঠান থেকে এবারো অনেকগুলো নতুন প্রকাশনা এসেছে। এর মধ্যে পঞ্চভূত বইটির প্রথম সংস্করণ ইতিমধ্যে শেষ হয়ে দ্বিতীয় সংস্করণ করা হয়েছে। লেখক আব্দুল মাজেদ বলেন জীবনের ৬ষ্ঠ প্রকাশিত বই এটা। পাঠকরা ভালো বলছে এতে আমার ভালো ভীষণ লাগছে। আগামীতে ভিন্নধর্মী আরো প্রকাশনায় আরো মনোযোগী হব। বইটির প্রচ্ছদ দেখেছেন মমিনউদ্দিন খালেদ। উৎসর্গ করা হয়েছে লেখক আব্দুল মাজেদের পিতাকে। লেখক ব্যক্তি জীবনে একজন সরকারি কর্মকর্তা। মুদ্রণে জনপ্রিয় কালার প্রিন্টার্স।পরিবেশনা: অমর প্রকাশনী। মূল্য-৪০০ টাকা। বিদেশে -২০ ডলার পাওয়া যাবে।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com