ভালুকায় রাজৈ সজনগাও যুব সমাজের উদ্যোগে খেলা ও মেলা অনুষ্ঠিত

Dainik Business File: ফেব্রুয়ারি ২২, ২০২৫

ভালুকায় রাজৈ সজনগাও যুব সমাজের উদ্যোগে খেলা ও মেলা অনুষ্ঠিত ভালুকা প্রতিনিধি ময়মনসিংহ ভালুকায় রাজৈ সজনগাও যুব সমাজে উদ্যোগে খেলা ও মেলা অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সজনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শওকত হোসেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন জামিরাপাড়া এস এম উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম বিএসসি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভালুকা উপজেলা যুগ্ম আহ্বায়ক নাইমুল করিম জান্নাত। আরো উপস্থিত ছিলেন ‌‌১১ নং রাজৈ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা সারোয়ার জাহান, সুমন, বাপ্পি, জসিম, মিতুল, হিরন ও মোঃ মিয়াজউদ্দিন এবং অনুষ্ঠান পরিচালনা কমিটির মোহাম্মদ বাদল হোসেন।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com