বাজিতপুর আইনজীবী সমিতির সভাপতি শাকের, সম্পাদক ফাত্তাহ্

Dainik Business File: ফেব্রুয়ারি ১৪, ২০২৫

বাজিতপুর আইনজীবী সমিতির সভাপতি শাকের, সম্পাদক ফাত্তাহ্ সাব্বির আহমদ মানিক কিশোরগঞ্জ বাজিতপুর আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয় গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার সংখ্যা ৭৭ জন। আইনজীবীগণ ভোট প্রয়োগ করেন ৭৬ জন। সভাপতি পদে প্রতিদন্ধীতা করেন ২ জন। এডভোকেট আ.ই. ইসমাইল হোসেন শাকের ও এডভোকেট আব্দুর রহিম রেজু। ৫০ ভোট পেয়ে তৃতীয় বারের মতো নির্বাচিত হন এডভোকেট আ.ই. ইসমাইল হোসেন শাকের । প্রতিদন্ধী প্রার্থী এডভোকেট আব্দুর রহিম রেজু ২৬ ভোট পেয়ে পরাজিত হন। সহ-সভাপতি পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হন এডভোকেট মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে প্রতিদন্ধীতা করেন এডভোকেট তৌহিদ ফাত্তাহ্ ও এডভোকেট কালি কিংকর বসাক। ৪৯ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হন এডভোকেট তৌহিদ ফাত্তাহ্ এবং প্রতিদন্ধী প্রার্থী এডভোকেট কালি কিংকর বসাক ২৭ ভোট পেয়ে পরাজিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হন এডভোকেট জহির উদ্দিন মোহাম্মদ আজিজ খান সাব্বির, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হন এডভোকেট জাহাঙ্গীর আলম সুমন। সদস্য পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হন এডভোকেট মোহাম্মদ কায়েস মিয়া, সদস্য পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হন ধীরেন্দ্র চন্দ্র দাস। ভোটারগণ সতস্ফুর্তভাবে শতভাগ গনতন্ত্র প্রক্রিয়া নির্বাচন অনুষ্ঠিত হয়।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com