মানবকল্যাণ ও সমাজসেবায় একুশে স্মৃতি সম্মাননা পেলেন সাংবাদিক আমজাদ

Dainik Business File: ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মানবকল্যাণ ও সমাজসেবায় একুশে স্মৃতি সম্মাননা পেলেন সাংবাদিক আমজাদ বিজনেস ফাইল প্রতিবেদক সাংবাদিকতা, মানবকল্যাণ ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় একুশে স্মৃতি সম্মাননা এওয়ার্ড গ্রহণ করেছেন দৈনিক অগ্নিশিখা পত্রিকার প্রধান নির্বাহী পরিচালক ও বার্তা সম্পাদক আমজাদ হোসেন আজাদ।। সম্প্রতি রাজধানীর বিজয়নগরস্থ হোটেল অরনেটে সার্ক কালচারাল ফোরাম ও একুশে স্মৃতি সংসদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক হামিদা বেগম। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। সভাপতিত্ব করেন সার্ক কালচারাল ফোরাম ও একুশে স্মৃতি সংসদ সভাপতি এটিএম মমতাজুল করিম। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন এবিএম লিটন। সুচনা বক্তব্য রাখেন আপনার স্বাস্থ্য পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জহুরুল আলম জাবেদ।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com