ফেনীর সীমান্ত এলাকা থেকে ৬৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

Dainik Business File: ফেব্রুয়ারি ১২, ২০২৫

ফেনীর সীমান্ত এলাকা থেকে ৬৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ আব্দুল্লাহ আল মামুন, ফেনী ফেনীর দুইটি উপজেলায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে ফেনীস্থ ৪ বিজিবির সদস্যরা। বিজিবি সূত্রে জানা গেছে, ভোররাতে ফুলগাজী উপজেলার চম্পকনগর, তারাকুচা ও ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম সীমান্তে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের টহল দেখে কাপড়ের গাইট ফেলে পালিয়ে যায়। অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, টি-শার্ট, কটি ড্রেস, প্রসাধনী ও বাইসাইকেল জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৬৩ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা। জব্দকৃত মালামাল ফেনী কাস্টমস কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। ফেনীস্থ ৪ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন দৈনিক বিজনেস ফাইলকে বলেন, ফেনী জেলার কয়েকটি উপজেলা সীমান্ত ভর্তি হওয়ায় এই সকল জায়গায় ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com