নির্বাচনে বেশি সময় নিলে গণঅভ্যুত্থানের মূল চেতনা বেহাত হতে পারে: অধ্যাপক বকুল
Dainik Business File: ফেব্রুয়ারি ৫, ২০২৫
আতারাব্বী জুয়েল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি সোনারগাঁয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচনে বেশি সময় নিতে চাইলে গণঅভ্যুত্থানের মূল চেতনা বেহাত হতে পারে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে অতি দ্রুত নির্বাচন দেয়া উচিত। গতকাল মঙ্গলবার দুপুরে বৈদ্যের বাজার ইউনিয়ন যুবদল আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সভাপতি হাজী মোঃ শফি উদ্দিন মেম্বারের সভাপতিত্বে উপজেলা যুবদল নেতা হারুন-অর-রশিদ ও আসিফ ভূঁইয়া সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সভাপতি গাজী মোঃ হারুনুর-অর-রশিদ, সোনারগাঁ উপজেলা বিএনপি যুগ্ম-সম্পাদক হাজী মোঃ মোক্তার হোসেন মিন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাম্পাদক হাজী মোঃ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সোহেল রহমান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আতা রাব্বী জুয়েল, থানা ছাত্রদল নেতা মাসুদ রানা বাবু, আশিকুর রহমান আশিক, সোনারগাঁও সরকারী কলেজ ছাত্রদল নেতা আমিনুল ইসলাম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com