রাজধানীতে প্রথমবারের মতো ৩ দিনব্যাপী ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজি এক্সপো
Dainik Business File: ফেব্রুয়ারি ৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক রাজধানী ঢাকায় প্রথমবারের মতো ৩ দিনব্যাপী ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজি এক্সপো অনুষ্ঠিত হবে। ইন্টেরিয়র উপকরণ ও টেকনোলজি, ফার্নিচার সরঞ্জাম ও মেশিনারিজ নিয়ে ৯ টি দেশের ৩০টি প্রতিষ্ঠান ৮০ টি স্টল নিয়ে এ এক্সপোতে অংশগ্রহণ করবে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এফ টাচ ইভেন্টস লিমিটেড সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে। আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিঃ এর পক্ষ থেকে কিচেন সলিউশন, ইন্টেরিয়র, সিরামিক, লাইটিং, ফার্নিচার, হোম অটোমেশন ও অন্যান্য লাইফ স্টাইল পণ্য নিয়ে In Tech Expo 2025 আয়োজন করেছে। অপরদিকে ফার্নিচার সরঞ্জাম, পাওয়ার টুলস, ফার্নিচার মেশিনারিজ ও টেকনোলজি নিয়ে FurniTech Expo 2025 আয়োজন করেছে যার পৃষ্ঠপোষকতা করছে উড টেক সলিউশন (WTS) এবং মেটাল টেক সলিউশন (MTS)। প্রদর্শনীটি ৬ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরার ৩ নম্বর (রাজদর্শন) হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ১১ টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর সভাপতি স্থপতি প্রফেসর ডঃ আবু সাঈদ এম আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক স্থপতি ড. এম মাসুদ উর রশিদ এবং বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স এসোসিয়েশন এর চেয়ারম্যান সেলিম এইচ রহমান। ৩০ টিরও বেশি প্রতিষ্ঠান অন্তত ৫০ টি দেশি বিদেশি ব্র্যান্ড এর কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জা পণ্য, ফার্নিচার, সিরামিক, ফিটিংস, লাইটিং প্রযুক্তি ইত্যাদি ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট ও সাধারণ মানুষের দোরগোড়ায় একই ছাদের নিচে প্রদর্শন করবেন। পাশাপাশি ফার্নিচার শিল্প ও কাঠের দরজা নিয়ে যারা কাজ করেন তাদের থাকছেন ফার্নিচার তৈরির বিভিন্ন সরঞ্জাম, টুলস ও মেশিনারিজের সমাহার। বাংলাদেশ সহ ৯ টি দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কিচেন সলিউশন, বাসা ও অফিস ফার্নিচার, বোর্ড, দরজা, সিরামিক, বাথরুম ফিটিংস, সেনেটারি ও কিচেন ওয়ার, ডেকোরেটিভ ও ইন্ডাস্ট্রিয়াল লাইট, ইনটেরিওর ডিজাইন সেবা ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করবে। উড টেক সলিউশন এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নইমুল হোসেন খান বলেন - ফার্নিটেক এক্সপো ২০২৫ উডওয়ার্কিং ও ফার্নিচার সেক্টরের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। এবারই প্রথম উদ্যোক্তা, ফার্নিচার প্রস্তুতকারী, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার ও পেশাজীবী, ছাত্র-ছাত্রী এবং এই খাতের অভিজ্ঞদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এই ফেয়ারটি। জনাব নইমুল হোসেন খান আরো বলেন - যারা কিচেন সলিউশন, গৃহসজ্জা পণ্য, সিরামিক, লাইটিং, ফার্নিচার ও অন্যান্য লাইফ স্টাইল পণ্য সম্পর্কে ধারণা নিতে চান তারা এ প্রদর্শনী থেকে অবশ্যই উপকৃত হবেন। আয়োজকদের পক্ষ থেকে এফ টাচ ইভেন্টস লিঃ এর পরিচালক শেখ ফিরোজ আহমেদ জানিয়েছেন - এই মেলায় ইন্টেরিয়র টেকনোলজি, উড মেশিনারিজ ও মেটাল মেশিনারিজ এর কিছু নতুন পণ্য উদ্বোধন হতে যাচ্ছে যা দেশের আধুনিক ফার্নিচার তৈরি শিল্পে বিশেষ অবদান রাখবে। সুখবর হিসেবে তারা আরো জানান - এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় ও বিশেষ আকর্ষণীয় অফার। এই প্রদর্শনীর সময় প্রতিদিন বেলা ১০:৩০ টা হতে রাত ৮:০০ টা পর্যন্ত চলবে এবং প্রবেশ মূল্য ফ্রি থাকবে বলে তারা জানায়। সংবাদ সম্মেলনে মঞ্চে আরো উপস্থিত ছিলেন আহসান শামীম, মোহাম্মদ আলী ভূইঞ্জা, মোঃ কামরুজ্জামান সজিব, শফিকুল আলম শাওন মোঃ সোহেল রানা প্রমুখ।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com