বিএনপির জনসভাকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজীতে নেতাকর্মীদের মাঠ পরিদর্শন

Dainik Business File: ফেব্রুয়ারি ২, ২০২৫

বিএনপির জনসভাকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজীতে নেতাকর্মীদের মাঠ পরিদর্শন আব্দুল্লাহ আল মামুন, ফেনী ফেনীর সোনাগাজীতে জাতীয়তাবাদী দল বিএনপির জনসভাকে ঘিরে নেতাকর্মীরা একত্র হয়েছেন। জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। জনসভাকে সফল করতে বিবদমান উপজেলা বিএনপির দু-গ্রুপের নেতাদের সঙ্গে নিয়ে বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ রোববার সকালে মাঠ পরিদর্শন করেছেন। দলীয় সূত্র জানায়, আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আগামী ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সোনাগাজী মো. ছাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই,-আগস্ট সৈরাচার বিরোধী আন্দলোনে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান উপলক্ষ্যে জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি মাধ্যমে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। বর্তমান ও সাবেক উপজেলার সকল নেতাকর্মী জেলা নেতৃবৃন্দকে এ সমাবেশ সফল ও সুশৃঙ্খল করতে বার বার দায়িত্ব প্রাপ্ত নেতারা নেতাকর্মীদের নিয়ে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন। ইতোমধ্যে সমাবেশের আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে নতুন করে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রোববার সকালে সভাস্থল পরিদর্শন করেন বিএপির চট্টগ্রাম বিভগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ঘোষিত কমটির সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন দোলন, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদ্য সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক নাসির উদ্দিন মিস্টার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খুরশিদ আলম ভূঞা, জেলা মতো মহিলা দলের সিনিয়র সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবয়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ। উল্লেখ্য ; গত ২২ ডিসেম্বর জেলা বিএনপির সদস্য সচিব কর্তৃক অনুমোদিত ও ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির দুটি কমিটি নিয়ে দুটি গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি বিরোধ দেখা দেয়। পরস্পর বিরোধী কর্মসূচিতে দুটি গ্রুপের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত কয়েক দিন উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও সিদ্ধান্তহীনতায় রয়েছেন জেলা বিএনপির নেতারা। তবে জনসভা সফল করতে সবাই একাট্টা হওয়ায় নতুন অংক কষছেন নেতাকর্মীরা।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com