গাউসুল আজম মার্কেটের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন

Dainik Business File: ফেব্রুয়ারি ২, ২০২৫

গাউসুল আজম মার্কেটের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন বিজনেস ফাইল প্রতিবেদক আজ ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের বিরুদ্ধে গতকাল ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মো: কামাল হোসেন তার লিখিত বক্তব্যে জানায়, গতকাল ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে জালাল আহমেদ জসিম নামে একজন ব্যবসায়ী সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন গাউসুল আজম মার্কেটে আমার কোন নিজস্ব দোকান নেই এবং আমি নাকি সমবায় সমিতি লিমিটেডের নিয়ম বহির্ভূতভাবে অত্র মার্কেট সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি গাউসুল আজম মার্কেট নিচতলা ৩৩২ নং দোকানটি আমার নিজের। আমি সমবায় সমিতি লিমিটেড নিয়ম-নীতি অনুসরণ করে গাউসুল আজম মার্কেটের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছি। জালাল আহমেদ জসিম সংবাদ সম্মেলনে বিভিন্ন দোকানে তালা দেওয়ার বিষয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন তার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। উক্ত সংবাদ সম্মেলনে জালাল আহাম্মেদ জসিম তার ১৪ টি দোকানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে, আমাকে জড়িয়ে যে তথ্য প্রদান করেছেন তা সঠিক নয়। বিদ্যুতের বকেয়া বিলের কারণে সমিতির সিদ্ধান্ত মোতাবেক তার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় ছিল না। ছাত্রনেতা মোঃ হোসেন মিঠুনকে জড়িয়ে ৫,০০,০০০/-(৫ লক্ষ) টাকা যে চাঁদার কথা উল্লেখ করা হয়েছে সে বিষয়ে আমি অবগত নই। আমি মনে করি আমার সুনাম নষ্ট করার জন্য ও আমাকে সকলের সামনে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে জসিম আহাম্মেদ গতকালকে সংবাদ সম্মেলন করেছেন। আমি ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম। আমার সামাজিক অবস্থান ও রাজনৈতিক অবস্থান বিষয়ে আপনারা খোঁজ খবর নিলে একটি সম্মুখ ধারণা পারেন। মোঃ কামাল হোসেন আরো বলেন - আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কারোর ক্ষতি করার মনোবৃত্তি নিয়ে অত্র মার্কেট সমিতির দায়িত্ব গ্রহণ করি নাই। দোকান মালিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করাই আমার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com