রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কুদরত আলী খন্দকারের দাফন সম্পন্ন

Dainik Business File: ফেব্রুয়ারি ২, ২০২৫

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কুদরত আলী খন্দকারের দাফন সম্পন্ন গাজীপুর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো. কুদরত আলী খন্দকার ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বীর মুক্তিযোদ্ধা কুদরত আলী খন্দকারকে শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে গাজীপুরের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজায় মরহুমের আত্মীয় স্বজনসহ সহগ্রাধিক মানুষ অংশগ্রহণ করে। মৃত্যুকালে তিনি দুই কন্যা এক পুত্রসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র পুত্র মুহম্মদ শাহাদত খন্দকার বাংলাদেশ সরকারের একজন উপসচিব। উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা কুদরত আলী খন্দকার ভারতে প্রশিক্ষণ নিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে অংশগ্রহণ করেন।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com