ফেনীতে সপ্তাহব্যাপী তারুণ্যের মেলা শুরু
Dainik Business File: ফেব্রুয়ারি ২, ২০২৫
আব্দুল্লাহ আল মামুন, ফেনী প্রতিনিধি এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে ফেনী জেলা সদর থেকে সপ্তাহব্যাপী তারুণ্যের মেলা শুরু হয়েছে। গতকাল বিকালে শহরের পিটিআই মাঠে আয়োজিত এ মেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, স্টার লাইন গ্রæপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ছাত্র প্রতিনিধি মুহাইমিন তাজিম, সবুজ বাংলার নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেল। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাস, জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, সহকারি কমিশনার (ভ‚মি) সজীব তালুকদার, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এসএমটি কামরান হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। ফেনী জেলা প্রশাসন আয়োজিত এ মেলায় পিঠা উৎসব, বইমেলা এবং লোক ও কারুশিল্পের পণ্যের সমাহার রয়েছে। মেলায় ৩০টি স্টল অংশ নিচ্ছে। আগামী ৭ ফেব্রুয়ারি এ মেলা শেষ হবে। মেলা প্রাঙ্গণে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্থিরচিত্র প্রদর্শনী রয়েছে। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন জানান, তারুণ্যের শক্তি, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন মেলার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com