ফেনী জেলা ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবীতে ৭২ ঘন্টার আল্টিমেটাম
Dainik Business File: ফেব্রুয়ারি ২, ২০২৫
ফেনী প্রতিনিধি ফেনী জেলা ক্রীড়া সংস্থার বিতর্কিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বক্তারা। গতকাল শনিবার সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা সম্মিলিত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় জেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি ইমন উল হকের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক কপিল উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোহিদুুল ইসলাম তুহিন, জোনাকি সংসদের সভাপতি এডভোকেট মহিবুল হক রাসেল, জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, আসাদুজ্জামান দারা, ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু, ছাত্র সম্মনয়ক মুহাইমিন তাজিম, একাডেমি ক্রিকেট এসোসিয়েশন সভাপতি রবিউল হক রবি, ম্যানসেস্টার ক্লাবের সভাপতি আবুল কাশেম, জেলা প্রথম বিভাগ টিমের খেলোয়াড় মো: শাহাদাত হোসেন, ইয়ংস্টার ক্লাবের সভাপতি শাহরিয়ার আলম, ড্রাগন করাতের সভাপতি মাহফুজুর রহমান, আরাপাত রহমান স্মৃতি সংসদের আহবায়ক জাহিদুর রহমান, রামপুর গোল্ডেন সংসদের সভাপতি মো: রাসেল পাটোয়ারী, ব্রাদার্স ক্লাবের সভাপতি জেলা ক্রিকেট এসোসিয়েশনর সহ সভাপতি মতিউর রহমান সোহেল, ফুটবল প্লেয়ার গিয়াস উদ্দিনসহ জেলার সাবেক বর্তমান খেলোয়াড় ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রকৃত ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের বাদ দিয়ে ফ্যাসিবাদী কায়দায় অপেশাদার লোকদের দিয়ে কমিটি করা হয়েছে। এ কমিটির ৯ সদস্যের মধ্যে ৮ জনকেই কখনো মাঠে দেখা যায়নি। বিতর্কিত এ কমিটি বাতিল না হওয়া পুর্যন্ত ফেনীতে কোন খেলায় জেলার কোন খেলোয়াড় অংশ নিবে না। আগামী ৭২ ঘন্টার মধ্যে বিতর্কিত এ কমিটি বাতিল করা না হলে জেলার সকল উপজেলার খেলোয়াড়রা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি জেলাপ্রশাসককে আহবায়ক করে ৯সদস্যের জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটি অনুমোদন দেয় যুব ও ক্রীড়া পরিষদ। কমিটি অনুমোদনের পর থেকে ফেনীর ক্রীড়াঙ্গনে ব্যপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। ইতিমধ্যে কমিটির সদস্য আম্পায়ার জয়নাল আবদীন পদত্যাগ করেছেন।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com