মাস্ক ছাড়া সেবা নিষিদ্ধ করে আদেশ জারি

Dainik Business File: অক্টোবর ৩১, ২০২০

মাস্ক ছাড়া সেবা নিষিদ্ধ করে আদেশ জারি

মুখে মাস্ক ছাড়া সরকারি সেবাদান প্রতিষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ করে আদেশ জারি করেছে সরকার। আদেশ অনুযায়ী মাস্ক ছাড়া সরকারি কোনো সেবাদান প্রতিষ্ঠানে প্রবেশ করা যাবে না। করোনাভাইরাস সংক্রমণ রোধে এই ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

সম্প্রতি দেশের আট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিকিৎসা কাজে নিয়োজিত ব্যক্তি ছাড়া অন্য সকল ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে। প্রতিটি সরকারি সেবাদান প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বলা হয়েছে, প্রতিষ্ঠানের প্রবেশমুখে ‘নো মাস্ক, নো এন্ট্রি, মাস্ক পরিধান করুন, সেবা নিন অথবা ওয়্যার মাস্ক গেট সার্ভিস’ এমন শব্দ লিখে রাখতে হবে।

এর বাইরে মাস্ক ছাড়া অফিস, আদালত, শপিং মল, বাজারে, সামাজিক বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে না যাওয়া এবং কোনো সহযোগিতা বা সেবা না পাওয়ার বিষয় নিশ্চিত করার কথাও বলা হয়েছে আদেশে।


সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com