প্রসঙ্গ: বাণিজ্য সংগঠন সংস্কার
Dainik Business File: জানুয়ারি ২২, ২০২৫
বিজনেস ফাইল ডেস্ক কাজল কমিউনিকেশন সত্বাধিকারী এবং এফবিসিসিআই সদস্য (২০১৫-২০২৩) মো. নাজমুল করিম (কাজল বিশ্বাস) সংস্কারপন্থী নেতাদের অনুরোধ জানিয়ে বলেন, জনাব তারেক জিয়া আগের মতন নেই। নিজের এবং দলের বিপক্ষে গেলে কাউকে ছেড়ে দিবেন না। তাই দলের নাম ভাঙিয়ে দয়া করে, আপনারা সংস্কারপন্থী হওয়ার চেষ্টা করবেন না। দলের নেতার মর্যাদার কথা ভেবে বা দলের নাম ভাঙিয়ে নমিনেটেড রাখার পক্ষে অবস্থান নিলে আপনারা ভোটারদের নিকট থেকে প্রত্যাখান হবে এটা নিশ্চিত করে বলতে পারি। সেইসব নেতাদের জন্য নির্বাচনে জয় তো দূরে থাক জয়লাভ করা কঠিন হয়ে যাবে। বিগত সময় সাবেক বাণিজ্যমন্ত্রী নমিনেটেড প্রথা চালু করে বাণিজ্য সংগঠনকে ধ্বংস করে দিয়েছিল। আরেক সাবেক বাণিজ্য মন্ত্রী পরপর দুইবারের বেশি সভাপতি ও পরিচালক না থাকার বিধান উঠিয়ে দিয়ে শেষ পেরেকটা মেরেছিল। তাই বাণিজ্য সংগঠনগুলিকে বাচাতে এবং শক্তিশালি করতে শক্ত অবস্থান গ্রহণ করুন। প্রথম থেকে যে অবস্থানে আছেন, দয়া করে- ১) নমিনেটেড প্রথার বিপক্ষে সেই অবস্থানে থাকুন। ২) সরাসরি নির্বাচনের পক্ষে অবস্থান গ্রহন করুন। ৩) সেক্টর ভিত্তিক নির্বাচন বাতিল করুন। ৪) পরিচালক সংখ্যা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনুন। ৫) পরপর দুই মেয়াদের বেশি পরিচালক বা সভাপতি নয়। বিধান পুনরায় চালু করুন। অনুরোধ থাকবে- ৬) জয়েন্ট চেম্বারগুলিকে নির্বাচনের আওতায় নিয়ে আসুন।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com