কটিয়াদীতে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জামায়াতের ছাগল বিতরণ

Dainik Business File: জানুয়ারি ১৯, ২০২৫

কটিয়াদীতে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জামায়াতের ছাগল বিতরণ কটিয়াদী প্রতিনিধি আজ রোববার বিকালে কটিয়াদী উপজেলা জামায়াত অফিস চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলার উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য ১১টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। উপজেলা কর্মপরিষদ সদস্য শহিদুল ইসলাম দুলালের পরিচালনায় উক্ত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা জসিম উদ্দিন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম মোড়ল প্রমুখ। বিতরণ পূর্ব আলোচনায় প্রধান অতিথি উপজেলা আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার বলেন, ইসলামের অন্যতম একটি কাজ হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা, দারিদ্র বিমোচনের জন্য কাজ করা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সে লক্ষ্যকে সামনে রেখে আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে আজ ১১টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করছে। এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারলে রাষ্ট্রীয়ভাবে এই কাজগুলো আঞ্জাম দেওয়া হত এবং সমাজ থেকে দারিদ্রতা দূর করা যেত। আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন এজন্য বাংলাদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় মানবতার সেবা করে যেতে পারি। আপনাদের দোয়া এবং সহযোগিতায় আমাদের চলার পথের পাথেয়। আল্লাহতাআলা আমাদের সকল প্রচেষ্টাকে দ্বীনের জন্য কবুল করুন।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com