নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪০ কৃষক নিহত

Dainik Business File: জানুয়ারি ১৪, ২০২৫

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪০ কৃষক নিহত বিজনেস ফাইল ডেস্ক পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই চাদ হ্রদ এলাকায় চাষাবাদে নিয়োজিত ছিলেন। হামলাটি চালিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের সঙ্গে সম্পর্কিত যোদ্ধারা। খবর আল জাজিরার। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। প্রাদেশিক তথ্য কমিশনার উসমান টার জানান, হামলাকারীরা চাদ হ্রদের তীরে কৃষকদের আটক করে গুলি চালিয়ে হত্যা করে। প্রদেশটির গভর্নর বাবাগানা উমারা জুলুম জানান, বোকো হারাম এবং আইএসডব্লিউএপি (আইএসআইএল সংশ্লিষ্ট গোষ্ঠী)-এর যোদ্ধারা এই হামলার পেছনে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। গভর্নর নিরাপত্তা জোরদারের পাশাপাশি বেসামরিক নাগরিকদের নির্ধারিত নিরাপদ এলাকায় থাকার আহ্বান জানিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার শিকার কিছু মানুষ পালিয়ে বেঁচেছেন এবং তাদের খুঁজে বের করতে কাজ চলছে। একই সঙ্গে, বিদ্রোহী যোদ্ধাদের চিহ্নিত করে তাদের নির্মূল করতে সৈন্যদের নির্দেশ দেওয়া হয়েছে। বোকো হারাম ২০০৯ সালে পশ্চিমা শিক্ষার বিরোধিতা এবং তাদের নিজস্ব ইসলামি আইন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সংঘাতের কারণে ৩৫ হাজারের বেশি বেসামরিক লোক নিহত এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। চাদ হ্রদ অঞ্চলটি নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন এবং চাদের মধ্যবর্তী এলাকায় অবস্থিত, যা বোকো হারাম ও আইএসডব্লিউএপি-এর জন্য আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com