শনিবার
৪ মাঘ, ১৪৩১
বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি নেয়ামত উল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাড. আব্বাস উদ্দিন
Dainik Business File: জানুয়ারি ১৩, ২০২৫
কুমিল্লা ব্যুরো শনিবার (১১ জানুয়ারি) কাকরাইল ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির এক সম্মেলন ও নির্বাচন-২০২৫ কমিটির আহবায়ক আব্দুল করিম সরকারের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২ বছরের জন্য সভাপতি নির্বাচিত হন সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের দুইবারের জনপ্রিয় সাবেক সভাপতি, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের মহাসচিব, ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা আইনজীবী কল্যাণ সমিতির-সাবেক সভাপতি, ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা কর আইনজীবী কল্যান সমিতির- সাবেক সভাপতি এবং এ্যাডভোকেট আব্বাস উদ্দিন ফাউন্ডেশনের-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ আব্বাস উদ্দিন। ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর এ তিনটি জেলা নিয়ে বৃহত্তর কুমিল্লা সমিতি ১৯৬০ সালে গঠিত হয়। উক্ত সমিতির মাধ্যমে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, দরিদ্র ছেলে-মেয়েদের বিবাহ সহায়তা এবং সাধারণ মানুষের চিকিৎসা সহায়তা এবং সামাজিক কর্মকান্ড পরিচালনা করা হয় এবং হইবে। এছাড়া মসজিদ- মাদ্রাসা ইত্যাদি সামাজিক কর্মকান্ড করা হয়।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com