পূজার উপহার পেলেন চলচ্চিত্রশিল্পীরা

Dainik Business File: অক্টোবর ২৩, ২০২০

পূজার উপহার পেলেন চলচ্চিত্রশিল্পীরা

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী শিল্পীদের জন্য উপহার দিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। উপহারের মধ্যে ছিল শাড়ি, ধুতি, খাদ্যদ্রব্য ও পূজার অন্যান্য উপকরণ।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় চলচ্চিত্র শিল্পী সমিতিতে হিন্দু ধর্ম অনুসরণকারী শিল্পীদের মধ্যে নগদ টাকা ও উপহার সামগ্রী প্রদান করেন প্রযোজক, অভিনেতা ও শিল্পী সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, আমরা ঈদে শিল্পীদের ঈদ উপহার দিয়েছি, এবার পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের উপহার দিলাম। এটা শিল্পীদের জন্য সম্মানের। তাদের প্রতি সম্মান ও ভালোবাসার জায়গা থেকেই এই উপহার। আশা করছি, শিল্পীরা নিজের সমিতির উপহার পেয়ে খুশি হয়েছেন।

৩১ জন সনাতনধর্মী শিল্পীরা পেলেন এ উপহার। এছাড়াও যারা অস্বচ্ছল তাদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

উপহার পেয়ে শিল্পীরা বলেন, এটি আমাদের অনেক বড় প্রাপ্তি। কেননা আমাদের সম্মান জানিয়ে ভালোবাসে আমাদের জন্য উপহারের ব্যবস্থা করেছেন। ভালোবাসা ও কৃতজ্ঞতা আমাদের এই ভালোবাসার প্রতিষ্ঠান শিল্পী সমিতির কাছে।


সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com