ভালুকায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

Dainik Business File: জানুয়ারি ১০, ২০২৫

ভালুকায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সফল করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল ভালুকা উপজেলার ১১ নং রাজৈ ইউনিয়নের পারুল দিয়া ও সজনগাও যুব সমাজের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও রাজৈ ইউনিয়ন পরিষদের ৩ বারের সাবেক সফল চেয়ারম্যান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আনোয়ার উদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে নানান অনিয়ম অত্যাচার গুম খুন ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন তৎকালীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ অসংখ্য নেতা কর্মীদের অন্যায়ভাবে জেল হাজতে প্রেরণ করেছেন। তিনি বলেন, সব ধরনের চিকিৎসা সেবা হতে তাকে বঞ্চিত করেছেন। সময় এসেছে এসব অন্যায় রুখে দেয়ার। ইউনিয়ন যুবদল নেতা জাহিদ ইউসুফের সঞ্চালনায় এ সময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাল মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নয়ন মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাই মন্ডল, ভালুকা উপজেলার বিএনপির সদস্য কাইয়ূম সরকার, ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য শেখ সাদির, ৮নং ওয়ার্ড বিএনপির সেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম প্রমুখ। আরো ছিলেন ভালুকা উপজেলার বিএনপির সদস্য বুলবুল খান, উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম চান মিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক হাসেম তালুকদার, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ, ছাত্রদল সভাপতি ফাহিম সহ-সভাপতি অর্ণব ও অয়ন প্রমুখ পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com