মাদারীপুরের শিবচরে হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন ল্যাপটপ বিতরণ
Dainik Business File: জানুয়ারি ১০, ২০২৫
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে শিবচরে হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল এগারটায় শিবচর উপজেলা পরিষদ অডিটরিয়ামের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আয়োজিত ওমেন ফ্রিল্যান্সিং এবং আইটি সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরিতে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম। শিবচর উপজেলা আইসিটি অফিসার সজীব চৌধুরী সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, শিবচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা রানী শীলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই সময় হাইপাওয়ার প্রকল্পের আওতায় দেড়শ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com