মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা

Dainik Business File: জানুয়ারি ৭, ২০২৫

মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা বিজনেস ফাইল ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে মার্কিন কংগ্রেস। স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে স্বীকৃতি দেন আইনপ্রণেতারা। গেল বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পায় রিপাবলিকান দল। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী নভেম্বরে নির্বাচন হলেও ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় ৬ জানুয়ারি। এদিন মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে আইনপ্রণেতারা ট্রাম্পের বিজয়ের স্বীকৃতি দেন। কংগ্রেসের দেয়া অনুমোদনে বলা হয়, রিপাবলিকান পার্টি নির্বাচনে নিরঙ্কুশ ভাবে বিজয়ী হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে যোগ্য। কংগ্রেসের এ স্বীকৃতির ফলে এখন ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল। ২০২০ সালে এই ট্রাম্পকেই হারিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের অনুমোদনের দিনেই মার্কিন ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা চালিয়ে ফলাফল পাল্টে ফেলার চেষ্টা করেন ট্রাম্প সমর্থকরা। নজিরবিহীন ওই হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য-সহ বহু হতাহতের ঘটনা ঘটে। তবে এবার ট্রাম্পের বিজয়ের পর বাইডেন-কমলা প্রশাসন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানান। আগামী ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com