পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন রেজানুর রহমান

Dainik Business File: জানুয়ারি ৬, ২০২৫

পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন রেজানুর রহমান বিজনেস ফাইল প্রতিবেদক বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনে (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব রেজানুর রহমান। বৃহস্পতিবার তিনি এ পদে যোগ দেন। পেট্রোবাংলার জনসংযোগ ডিপার্টমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পেট্রোবাংলায় যোগদানের আগে তিনি বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচে যোগ দেন। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও ডিডিএলজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পরিচালক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগ থেকে স্নাতক ও আইটিসি, নেদারল্যান্ডস থেকে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com