সরিষার বাম্পার ফলনের আশায় কুমারখালীর কৃষকেরা, উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪২০০ মে. টন
Dainik Business File: জানুয়ারি ৬, ২০২৫
আবু দাউদ রিপন, খুলনা ব্যুরো কুষ্টিয়া কুমারখালীতে রবি ২০২৪-২৫ মৌসুমে, শীতকালীন শরিষার বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছেন কুমারখালীর কৃষকেরা। কৃষি অফিসের তথ্য মোতাবেক জানা যায় এবারে কুমারখালী উপজেলায় ভালো ফলনের আশায়, ২৭৫০ হেক্টর জমিতে সরিষার চাষবাদ করা হয়েছে। কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাইসুল ইসলাম জানান রবি ২০২৪-২৫ মৌসুমে শীতকালীন সরিষা চাষের জন্য কৃষি প্রণোদনা হিসাবে ২৩৫০ কৃষককে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজী DAP সার ও ১০ কেজি MOP সার বিতরন করা হয়। আবহাওয়া অনুকুলে এবং সারের পর্যাপ্ত সরবরাহ থাকায় এবারে সরিষার ভালো ফলন হবে এতে সরিষার উৎপাদনের লক্ষমাত্রা ৪২০০ মেঃ টন হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। ভুক্তভোগী একজন কৃষক বলেন গতবারেও সরিষা চাষে ভালো ফলন হয়েছিল। এবারেও আশা করি ভালো ফলন হবে। সরিষা চাষ লাভজনক হওয়ায় দিন দিন কৃষকেরা সরিষা চাষের প্রতি বেশিকরে ঝুকে পড়ছে।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com