রাজশাহীতে প্রেসক্লাবকে চমকে দিলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার
Dainik Business File: জানুয়ারি ৫, ২০২৫
শাহিন খান, রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী মডেল প্রেসক্লাবের সাথে মিড দ্যা প্রেস আয়োজন করে সাংবাদিকদের চমকিয়ে দিলেন রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টার। গত ২রা জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নবনির্মিত ভবনে রাজশাহী মডেল প্রেসক্লাবকে নিয়ে মিটদ্যা প্রেসের আয়োজন করেন পপুলার ডায়গনস্টিক সেন্টার। মিড দ্যা প্রেসের শুরুতে সাংবাদিকদেরকে পপুলারের নব নির্মিত অত্যাধুনিক সেবার যন্ত্রাংশ ও পদ্ধতি ঘুরে দেখান পপুলার ডায়গনস্টিক সেন্টারের কর্মকর্তা কর্মচারীরা। দেশে চিকিৎসার মান উন্নয়ন করতে কিভাবে উন্নত রাষ্ট্র থেকে উচ্চমূল্যে উন্নত কোম্পানির অত্যাধুনিক যন্ত্রাংশ সংগ্রহ করেছেন তারা। নির্ভুল ত্রুটি বিহীন সেবা মানুষের নিকট পৌঁছে দিতে যে সকল ব্যবস্থা গ্রহণ করেছেন সেগুলো সাংবাদিকরা নিজ চোখে উপভোগ করেন। কোন প্রকার হাতের সংস্পর্শ ছড়া কিভাবে পরীক্ষা চলছে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কিভাবে সকল কিছু নির্ণয় হচ্ছে অত্যাধুনিক যন্ত্রাংশের মাধ্যমে।চিকিৎসকরা বলছেন সত্যিই বিদেশি পরিসেবা গুলোকে হার মানাবে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বর্তমান উদ্যোগ। পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এজিএম ফরিদ মোহাম্মদ শামীম সহকারী ম্যানেজার শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় তারা পপুলার ডায়াগনস্টিক সেন্টার কিভাবে পরিচ্ছন্ন সেবা দিচ্ছেন সেগুলো তুলে ধরেন। দীর্ঘদিন ধরে পপুলার ডায়াগনস্টিক সেন্টার নির্ভুল পরিচ্ছন্ন সেবা দিতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন সেটিও তারা তুলে ধরেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর এমডির পরিচ্ছন্ন চিন্তার কথাও তারা তুলে ধরেন। অসহায় দুস্থ রোগীদের জন্য ছাড় দেওয়া হয় এমনকি অর্থের অভাবে কোন রোগী পপুলার থেকে ফেরত যাইনি কেমন কোথাও তুলে ধরেন রাজশাহীর পপুলার ডায়গনস্টিক সেন্টার এর এজিএম ফরিদ মোহাম্মদ শামীম। রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য সর্বোচ্চ ৪০ ভাগ ছাড় দেওয়ার ঘোষণা দেন এ সময়। পপুলারের নানা দিক তুলে বক্তব্য দেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি রাফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক। ভারতের সেবার চাইতেও উন্নত সেবা পপুলারে হচ্ছে এমন বিষয়ে তুলে ধরেন আনন্দ টিভির সাংবাদিক মমিন ওয়াহীদ হিরো। পপুলার কর্তৃপক্ষের এমন চেষ্টা ও পরিসেবা রাজশাহী অঞ্চল জুড়ে সারা ফেলেছে রোগীর স্বজনরাও শতভাগ আস্থা এনেছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর উপর। রাজশাহী মেডিকেল কলেজের একজন সরকারি অধ্যাপক জানান সরকারি বেসরকারি সকল চিকিৎসা সেবাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। তিনি আরো বলেন এমন চিকিৎসা সেবা দেশের আরো সুনাম কুড়িয়ে আনবে।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com