জয় বাংলা স্লোগান দিয়ে প্রিজন ভ্যানে উঠলেন ছাত্রলীগের ৫ নেতা
Dainik Business File: জানুয়ারি ৫, ২০২৫
আবির হোসেন সজল, লালমনিরহাট বিএনপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তার ওই ৫ ছাত্রলীগ নেতাকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়েছে। এ সময় তারা থানার লকাপ থেকে বের হয়ে জয় বাংলা স্লোগান দিতে দিতে প্রিজন ভ্যানে উঠেন। এমনকি থানা চত্বর থেকে প্রিজন ভ্যান বের না হওয়া পর্যন্ত তারা জয় বাংলা স্লোগান দেন। এর আগে শুক্রবার (০৩ জানুয়ারি ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত নেতারা হলেন- উপজেলার সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিফুল খান বাবু, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা রুমন ও শাকিল চোপড়া। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় অবস্থিত হামার বাড়ি নামে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, লালমনিরহাট সদর থানায় বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com